প্রবাস মেলা ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আগে দেশে রেমিট্যান্স কমেছে। সদ্য সমাপ্ত মার্চে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। গত ফেব্রুয়ারির চেয়ে যা প্রায় ১৭ কোটি ডলার বা পৌনে ৮ শতাংশ কম। সোমবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সদ্য বিদায়ী মাসে দেশে ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার ৯৬৫ কোটি টাকা। সেই হিসাবে প্রতিদিন গড়ে পৌঁছেছে ৬ কোটি ৪৪ লাখ ডলার।
আলোচ্য সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ২৬ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার পৌঁছেছে। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৯ কোটি ১৭ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৮১ লাখ ১০ হাজার ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১৮ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ২৩ থেকে ২৯ মার্চ ৪০ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার প্রেরণ করেন তারা। মার্চের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত ৩৯ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ডলার পাঠান প্রবাসীরা। ৯ থেকে ১৫ মার্চ পাঠিয়েছেন ৫০ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলার। আর ১ থেকে ৮ মার্চ ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার প্রেরণ করেন তারা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে দেশে আসে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। চলতি ২০২৩-২৪ অর্থবছরে যা সর্বোচ্চ। আর গত জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার।তবে এপ্রিলে ঈদ হওয়ায় মার্চে এই আয় বেশি আসার প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের।
অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, সামনে পবিত্র ঈদুল ফিতর। তবু রেমিট্যান্সের প্রবাহ কমেছে। তবে আসন্ন কুরবানির ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স বাড়তে পারে। কারণ, এসময়ে পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠাবেন প্রবাসীরা।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে প্রবাসীরা দেশে পাঠান ২০২ কোটি ডলারের কিছু বেশি। সব মিলিয়ে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে দেশে এলো ১ হাজার ৭০৭ কোটি ডলার।