প্রবাস মেলা ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ময়মনসিংহ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৩ নভেম্বর ২০১৮ শনিবার জামালপুরের লুইস পার্কে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনিসিংহ জোনপ্রধান ড. মুহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুল জব্বার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আলতাফ হোসেন। অনুষ্ঠানে ময়মনসিংহ জোনের ১৯ টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে ময়মনসিংহ জোনের শাখাসমূহের ব্যবসায়িক বিভিন্ন সূচক নিয়ে পর্যালোচনা করে সার্বিক অগ্রগতির জন্য সন্তোষ প্রকাশ করেন এবং বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দিকনির্দেশনা দেন। এছাড়া ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা সকল মানুষের নিকট পৌঁছে দিতে কর্মকর্তাদের আরো পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন।