প্রবাস মেলা ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কুমিল্লা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৩ জুলাই ২০১৮ শুক্রবার কুমিল্লার বার্ড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা শাখাপ্রধান ও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু নোমান মো. সিদ্দিকুর রহমান। কুমিল্লা জোনের শাখাসমূহের প্রধানগণ ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালের অর্ধ বার্ষিকে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। এ অর্জন বৈশ্বিক পরিমন্ডলে এ বার্তা আবারো নিশ্চিত করেছে যে, ইসলামী ব্যাংকিং একটি টেকসই ব্যবস্থা। তিনি এ অর্জনে কুমিল্লা জোনের অবদান উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাদন এবং বছরের বাকী সময়ে এ ধারাকে আরো বেগবান করার আহবান জানান।