প্রবাস মেলা ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম যুক্তরাজ্য-ভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ আইএফ অ্যানালিটিকা প্রদত্ত ‘বেস্ট ইমার্জিং সিইও ইন ইসলামিক ব্যাংকিং ২০১৮ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।
সম্প্রতি দুবাইয়ের জে. ডব্লিউ ম্যারিয়ট মারকুইস হোটেলে এক অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক মন্ত্রী ও গ্লোবাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপস্-এর চেয়ারম্যান শাহিদ মালিক-এর নিকট থেকে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহন করেন। এসময় ক্যামব্রিজ আইএফএ-এর সিইও ড. শফিজা আজমী উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ‘দ্য স্ট্রংগেস্ট রিটেইল ব্যাংক অব বাংলাদেশ ২০১৮’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।