প্রবাস মেলা ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শ্রীনগর শাখার পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান মো. ইয়ানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম এবং ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এ এফ এম আনিসুর রহমান। ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শ্রীনগর শাখাপ্রধান মুহাম্মদ আব্দুল্লাহ্সহ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।