প্রবাস মেলা ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলীয় নিনভেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে আগুনে কমপক্ষে ১১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দেড়শ জনের বেশি মানুষ।
আল জাজিরা জানিয়েছে, গতকাল (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনভেহ প্রদেশের আল হামদানিয়া জেলার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিয়ের অনুষ্ঠানটিতে অংশ নিয়েছিলেন ৩ শতাধিক অতিথি। অনুষ্ঠানের এক পর্যায়ে আতশবাজির উৎসবে মেতেছিলেন আমন্ত্রিত অতিথিরা। এর থেকেই হঠাৎ আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণের সাথে উদ্ধার অভিযানে নামেন দমকল কর্মীরা। হতাহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান তারা।
এ ঘটনায় একটি এক্স (টুইট) বার্তায় দুঃখ প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। তিনি একে দুর্ভাগ্যজনক বলে হতাহতদের পরিবারকে সার্বিক সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।