প্রবাস মেলা ডেস্ক: তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার নিয়ে যুক্তরাষ্ট্র বলেছে এটা দেশটির অভ্যন্তরীণ বিষয়। খবর জিও নিউজের।
৫ আগস্ট ২০২৩, শনিবার সংবাদমাধ্যমটি ইমরান খান গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের কাছে ই-মেইলে এ বিষয়ে জানতে চাইলে এ মন্তব্য করেন বাইডেন প্রশাসন।
মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ‘পাকিস্তানকে গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই আমরা। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেমনটা হয়।’
ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুতের পেছনে মার্কিন সরকারের হাত রয়েছে – এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
৫ আগস্ট ২০২৩, শনিবার তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এছাড়াও আদালতের রায়ে তাকে এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায়ের পরপরই তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ।
তবে গ্রেফতার হওয়ার আগে কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তা দেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় তিনি কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান।
তার এ আহ্বানে সাড়া দিয়ে করাচিতে বিক্ষোভ করেন পিটিআই কর্মী-সমর্থকরা। অবশ্য ওই বিক্ষোভ থেকে পিটিআই-এর ১৯ কর্মীকে আটক করেছে করাচি পুলিশ।