হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: রোমান ক্যাথলিক ধর্মীয় বাংলাদেশের প্রথম কার্ডিনাল আর্চবিশপ প্যাট্রিক ডি.রোজারিওর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে বাংলাদেশ খৃষ্টান এসোসিয়েশন নিউইয়র্ক ও নিউজার্সির উদ্যোগে সম্প্রতি এক ব্যাপক গনসংবর্ধনা প্রদান করা হয়।নিউইয়র্কের কুইন্সবরোর ৪৩-২২ এটিকা ষ্ট্রীট,এলমহার্ষ্টের চার্চ অব সেইন্ট বার্থোলোমিওতে সংগঠনের সভাপতি জেমস্ করায়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফ্রান্সিস মানিক কলিয়ার পরিচালনায় উক্ত গনসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উত্তর আমেরিকার প্রথম বাঙালী ফাদার ষ্টেনলী গোমেজ সাদী, ফাদার ফ্রান্সিস সুনিল রোজারিও, উদয়ন শিল্পী গোষ্ঠীর সভাপতি ডা: টমাস দুলু রায় এবং সিনিয়র সাংবাদিক, লেখক ও এডিটর বাপসনিউজ এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি হাকিকুল ইসলাম খোকনসহ আরো অনেকে।
সংবর্ধনার শুরুতে সংগঠনের পক্ষে সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। অত্যন্ত হাঁসিখুশী অমায়িক মৃদু ও মিষ্টভাষী প্রথম বাঙালী কার্ডিনালকে প্রমানে, চুম্বনে ও ফুলের মালায় বরণ করা হলে তিনি উপস্থিত সবাইকে আশীর্বাদ ও অান্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথি কার্ডিনাল প্যাট্রিক ডি.রোজারিও কেক কেটে সংবর্ধনা সভার উদ্বোধন করেন। সম্বর্ধনা সভাশেষে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কার্ডিনাল রোজারিও আমেরিকার রোমান ক্যাথলিক সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় স্থাপনা সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাদের সাথে দেখা করবেন। প্যাট্রিক ডি.রোজারিওর আগমনে বাঙালী খৃষ্টান সম্প্রদায় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।