আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালী আওয়ামীলীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী এম এ রব মিন্টু তার একান্ত ব্যক্তিগত উদ্যোগে ১৪ এপ্রিল, ২০২০ মঙ্গলবার ও ১৫ এপ্রিল, ২০২০ বুধবার তার নিজ এলাকা বরিশালের মুলাদী উপজেলার গাউচ্ছা ও চরলেখা ইউনিয়নে ৫০০ অসহায় পরিবারের মধ্যে ন্যুনতম ১৫ দিনের খাবার ( চাল, ডাল, আলু , তৈল) বিতরণ করেন। মহামারী করোনায় এর আগেও এম এ রব মিন্টুর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। মুলাদীর গাউচ্ছায় তার নিজের বাসা হতে তার আম্মার তত্বাবধানে রব মিন্টুর নিজস্ব লোকেরা তালিকা অনুযায়ী অসহায় দুঃস্থদের বাড়ী বাড়ী ত্রাণ পৌঁছে দিয়ে আসে। এর ফলে উক্ত ৫০০ পরিবারের ১৫ দিনের খাবার নিশ্চিন্তে খেতে পারবে।
এম এ রব মিন্টু জাতীয় দূ্র্যোগে এলাকায় অসহায়দের পাশে সব সময়ই সাহায্যের হাত বাড়িয়ে দেন, এবং দেশ-বিদেশে একজন আদর্শ ব্যবসায়ী এবং নেতা হিসেবে পরিচিত তিনি । তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবসী এবং রোম ইতালির সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। এই প্রতিবেদককে রব মিন্টু বলেন প্রবাসে থেকেও এলাকার অসহায়দের পাশে দাঁড়াতে পেয়ে খুবই ভালো লাগছেি। তিনি আশা করেন যার যার সাধ্য আছে যেন অসহায় মানুষদের পাশে দাঁড়ান কারণ এটা একটি মানবতার কাজ এবং আমার এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।