আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধিঃ ইতালির রোম বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান ২০ নভেম্বর ২০২০ ইতালি এসে পৌঁছেছেন । ২০ নভেম্বর, ২০২০ শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইন্সে শেষ কর্মস্থল নাইজেরিয়া থেকে রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি Fiumicino এসে পৌঁছেন।এ সময় রোম বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নতুন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান। বেলা, সাড়ে ১২টায় রোম বিমানবন্দরে নেমে সাংবাদিক এবং উপস্থিত কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি বলেন এখানে অনেকেই আমাকে চিনেন এবং অনেক কিছুই জানেন। আমি প্রবাসীদের উন্নয়নের জন্য প্রবাসীদের সাথে নিয়ে কাজ করবো । তিনি এও বলেন আস্তে আস্তে কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সাথে তিনি সময় করে আলোচনা করবেন, কিভাবে প্রবাসীদের যেসব সমস্যা আছে তা কাটিয়ে ওঠা যায় । তার কয়েক মিনিটের বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকরা খুশি হন ।
শেষে তিনি তার বাসভবনে চলে যান। সবকিছু ঠিক থাকলে সোমবার থেকে রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করার কথা রয়েছে তার। নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবাহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন ।
বিসিএস ১১তম ব্যাচের এই কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি যে দেশেই রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন সেদেশে তিনি দক্ষতা এবং সুনামের সহিত প্রবাসীদের জন্য কাজ করেছেন। ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন।
ইতালির বাংলাদেশি প্রবাসীরা মনে করেন বাংলাদেশ দূতাবাস রোমের বিভিন্ন কার্যক্রম নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা নতুন রাষ্ট্রদূতের হস্তক্ষেপে অচিরেই কেটে যাবে । মো. শামীম আহসান ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর বরিশালের পিরোজপুরে জন্মগ্রহণ করেন। ইতালির রোম প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাশা করছেন নতুন রাষ্ট্রদুতের উদ্যোগে অচিরেই দূতাবাসের সমস্যাগুলোর সমাধান হবে।