আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে প্রবেশে রি-এন্ট্রি ভিসা সংক্রান্ত রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতালি সরকারের গৃহীত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত ক্ষেত্রে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত ইতালিতে প্রবেশের জন্য রি-এন্ট্রি ভিসার প্রয়োজন হবে না।
(ক) রেসিডেন্সি পারমিট ৩১ জানুয়ারি হতে ৩১ জুলাই ২০২০ এর মধ্যে হলে এবং

(খ) সরাসরি ঢাকা-রোম রুটে অথবা সেনজেন ব্যতীত তৃতীয় কোন দেশে (যথা: কাতার, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি) ট্রানজিটের মাধ্যমে ভ্রমণ করলে।
২) সেনজেনভূক্ত দেশসমূহে ট্রানজিটের মাধ্যমে ভ্রমণ করলে মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি পারমিটের ক্ষেত্রে অবশ্যই রি-এন্ট্রি ভিসা গ্রহণ করতে হবে।