আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্বরণে ইতালি যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট ২০২৩, সোমবার ইতালির রাজধানী রোমে স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো: জসিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি যুবলীগের সাবেক সভাপতি লিটন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ফকির, আব্দুর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এম এ রব মিন্টু, যুগ্ম সম্পাদক মাহববুল আলম প্রধান।

এইছাড়া উক্ত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, ইতালি যুবলীগের সম্মানিত সদস্য আলাউদ্দিন শিমুল। অনুষ্ঠানে বক্তরা ১৫ আগস্টে বঙ্গবন্ধুর খুনি এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত বিদেশে পলাতক সকল অপরাধীদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করার জোর দাবী জানান।

তারা আরো বলেন- আগামী নির্বাচনে জামাত-বিএনপি আমেরিকার উপর ভর করে ক্ষমতায় আসতে চায়। বাংলাদেশের জনগণ কোন বিদেশী পরাশক্তির কাছে মাথানত করবে না। জামাত-বিএনপি’র এই আশাও পূরণ হবে না । দেশে এবং বিদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে গড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও সোচ্চার হবে। বক্তারা আরো বলেন- ইতালি যুবলীগের কর্মীরা এই সংগঠনকে আরো সুসংগঠিত করে, প্রচার-প্রচারণার মাধ্যমে নেত্রীকে আগামী নির্বাচনে জয়যুক্ত করে আনবে। কারণ বাংলাদেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণার মাধ্যমে সবার কাছে বিগত বছরের উন্নয়নের প্রতিচ্ছবি তুলে ধরতে হবে। প্রচার করতে হবে নিজস্ব ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায়।
বক্তারা বলেন, ভোটের সময় আপনারা দেশে যেতে পারবেন। অবশ্যই দেশে গিয়ে ভোট দিবেন এবং নিজের আত্মীয়-স্বজনকে ভোট দিতে অনুরোধ করবেন। ভাই বন্ধু যেখানে যে আছে ভোটের প্রচার-প্রচারণা অব্যাহত রাখবেন।

শেষে ১৫ আগস্ট এবং ২১ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে উক্ত সভার সমাপ্তি ঘটে।