আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালি প্রবাসী শাহারুল আলম সাগর (২৮) ইতালির রোমে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহারুল আলম সাগর।
সাগরের বন্ধুর বরাত দিয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইতালি প্রবাসী জানান, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন সাগর। পরে হাসপাতালে ভর্তি করে পরীক্ষা করা হলে করোনা পজিটিভ শনাক্ত হন তিনি। দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর করোনার কাছে হার মানতে হয় এই ইতালি প্রবাসী হতভাগা বাংলাদেশিকে। বুধবার না ফেরার দেশে চলে যান এই রেমিটেন্সযোদ্ধা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগরের মরদেহ রোমের একটি হাসপাতালে আছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশে সাগরের বাড়ি কুমিল্লা জেলায়। তার মৃত্যুর তিন দিন আগে ইতালির উত্তর পালেরমোতে বসবাসকারী সেকেন আলি (ইউসুফ) নামে আরেক বাংলাদেশি মারা যায়। করোনার দ্বিতীয় ধাপে অনেক ইতালি প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেও বাসায় এবং হসপিটালে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে মৃত্যুর খবর তেমন একটা শোনা যায়নি। উল্লেখ্য, গত বছর করোনার প্রথম ধাপে অন্তত ১৫ জন ইতালি প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।