মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো ইতালির মনফালকন গরিঝিয়া শাখা। সম্প্রতি মনফালকন এর ভিয়া কালিস্ত কসুলিক এর ইয়োরো প্লাস হোটেলের হল রুমে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়।
আব্দুল্লাহ আল মাসুদ ও হিমেল আহমেদ হেলিম এর প্রাণবন্ত উপস্থাপনায় ও সাইদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো: ফরিদুল ইসলাম আনিস ।
আলোচনা সভায় জিয়াউর রহমান এর কর্মময় জীবন নিয়ে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও তারেক রহমানের জন্য দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি বিএনপি ইতালি শাখার শফিক খান, মনছুর পেদা, মনফালকন বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা সাজিয়া আইরিন, মনফালকন বিএনপি’র আহবায়ক সুমন ভূইয়া, আক্তার হোসেন খোকন, মোহাম্মদ শহিদ উল্লা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মিয়া মাসুম, আরজু হক, মো : সারোয়ার কাউসার প্রমূখ। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।শেষে কেক কেটে ৪০তম বিএনপি র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ ।