মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি থেকে: ইতালির ভেনিসে বৃহত্তর নোয়াখালী সোশ্যাল ফেডারেশন কর্তৃক আয়োজিত এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা ও পরিচিত ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে জাবেদ আহমেদ ও মুস্তাসির চৌধুরী জলক এর যৌথ উপস্থাপনায় ভেনিসের একটি অভিজাত হল রুমে আনন্দগণ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আয়োজনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং করোনা মহামারীতে যারা মারা গিয়েছেন তাদের জন্য দাঁড়িয়ে ১ মিনিটি নীরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ওমর ফারুক, উপদেষ্টা সারোয়ার হোসেন, আবুল হাসেম, নূর আলম, সংগঠনে নব-নির্বাচিত সভাপতি নূরুল হক কামাল, সাধারণত সম্পাদক আবদুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।

আরও বক্তব্য রাখেন দিপু, স্বপন জহির, ঝলক, রাব্বি, শিহাব মাহমুদ, রানা, এমরান, মান্না, সুমি, বাধন, উপদেষ্টা বিল্লাল, কাইয়ুম। কার্যকরী পরিষদের নূর আলম, ইলিয়াস, তাহমিনা, সাহিদা, লিটন, শিপন, মানিক এরফান, মামুদ, জাকির, মুন্না, নূরমবী, জামাল, আব্দুল রাহিম প্রমূখ।
নবগঠিত কমিটিতে নুরুল হক কামালকে সভাপতি, নাসির উদ্দিন দিপুকে সিনিয়র সহ-সভাপতি, দিদার উদ্দিন স্বপন, জহিরুল ইসলামকে সহ-সভাপতি, আব্দুল মোতালেবকে সাধারণ সম্পাদক, শিহাব উদ্দিন, সোহাগকে যুগ্ম-সাধারণ সম্পাদক, আব্দুল হান্নানকে সাংগঠনিক সম্পাদক, মুনতাসির চৌধুরী ঝলককে সহ-সাংগঠনিক সম্পাদক, ফজলে রাব্বিকে কোষাধক্ষ্য, মাহমুদুল হাসানকে প্রচার সম্পাদক, মুন্না ইসলামকে সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত ভেনিসে বসবাসরত বৃহত্তর নোয়াখালী ভেনিস প্রবাসীরা।
আমন্ত্রিত সকলকে সভাপতি ও সাধারণ সম্পাদক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এক নৈশভোজের মধ্য দিয়ে আয়োজন সমাপ্তি ঘোষণা করা হয়।