মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি থেকে: ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন আদমপুর ইউনিয়ন ইতালি প্রবাসী কল্যাণ সংগঠন এর ১৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছে আলী হামজা ব্যাপারীর নাম। সভাপতি হিসেবে মো: আতিকুর রহমান কাঞ্চনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহিন মিয়া কে মনোনীত করা হয়েছে।
হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল হান্নান। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মোহাম্মদ জসিম উদ্দিন এবং মজিবুর রহমান।
উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে মো: জয়নাল আবেদীন ও মোহাম্মদ জসিম উদ্দিন এর নাম। এছাড়াও উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে মো: হাবিবুর রহমান, মো: মুজিবুর রহমান, মোহাম্মদ সজল, মো: খোকন, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ মোবারক, আব্দুর রশিদ, মোহাম্মদ টগর, মোহাম্মদ সালাম মেম্বার, আলী আফসার, মো: আব্দুর রউফ এবং আব্দুল স্বপনকে।
স্বাগত বক্তব্য প্রদান করেন আব্দুর রশিদ। এছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আজিবুর রহমান, মো: জুয়েল, মুরাদ আহমেদ, পবন মিয়া, মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ লুৎফর, মোহাম্মদ সজীব মনোনীত হয়েছেন। সিনিয়র সাধারণ সম্পাদক হিসেবে সুমন উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল হান্নান, মোহাম্মদ জুয়েল এবং মো: সাদ্দাম মনোনীত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহাগ মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ বুলবুল ও মো: শাওন, প্রচার সম্পাদক হিসেবে মোহাম্মদ সোহেল ও সহ-প্রচার সম্পাদক হিসেবে মোহাম্মদ পাভেলকে, সমাজ কল্যাণ সম্পাদক রবিন আহমেদ এবং সহ সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আবু হাসান ও ফয়সাল, অর্থ সম্পাদক আব্দুল আলী, সহ অর্থ সম্পাদক কবির মিয়া ও সুজন মিয়া।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক হোসাইন সোহেল সহ সংস্কৃতি সম্পাদক মো: সোহাগ মিয়া, ক্রীড়া সম্পাদক মো: মুন্না, সহ ক্রীড়া সম্পাদক মো: পারভেজ, শিক্ষা সম্পাদক লালমনি সহ শিক্ষা সম্পাদক মো: রন্টি, ধর্ম সম্পাদক মো: আল আমিন, সহ ধর্ম সম্পাদক মো: জনি ও রাজিব, আপ্যায়ন সম্পাদক কবির হাজারী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আলামিন বেপারি পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন।
করোনা পরিস্থিতিতে সীমিত আকারে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও ভবিষ্যতে বড় আয়োজনের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। পরিশেষে গান পরিবেশন ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আয়োজন এর সমাপ্তি ঘটে।