আখি সীমা কয়াওসার, রোম, ইতালি প্রতিনিধি: চীনের উহান থেকে শুরু হওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখনো আশাতীত ভাবে কমেনি । বয়স্কদের ছাড়াও নিষ্ঠুর করোনা আক্রমণ করছে সব বয়সের মানুষকেই। রূপ ও তার আকার ভেদ কয়েকশো বার বদলে দিন দিন আরো ভয়ঙ্কর রূপে স্থায়ী হচ্ছে পৃথিবীতে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা হয়রান, কুল কিনারা করতে পারছে না এখনো সঠিক কোন ভ্যাকসিনের। কোন বয়স ভেদাভেদ নেই, আক্রান্ত হচ্ছেন সব বয়সের মানুষরাই । ব্যতিক্রম ঘটেনি অন্তঃসত্ত্বা নারীর বেলায়ও। ইতালিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাতমাসের অন্তঃসত্ত্বা ৩৪ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশী নারী । বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পায় যে, দেশটির দ্বীপাঞ্চল পালেরমো শহরের একটি বাসা থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্বাস্থ্যকর্মীরা।আক্রান্ত ওই নারী ও তার অনাগত সন্তানকে বাঁচাতে একটি বিশেষ ফ্লাইটে দেশটির আরেক শহর পাভিয়া থেকে প্লাজমা আনা হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে আরও জানা যায় জানা যে, দেশটিতে লকডাউন শিথিল হবার পর বিমানযোগে যুক্তরাজ্য থেকে ইতালির রাজধানী রোমে যাত্রা বিরতি নিয়ে পালেরমোতে নিজ ভাইয়ের বাসায় বেড়াতে আসেন ওই মহিলা। পরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে স্থানীয় হাসপাতালের হেল্পলাইনে ফোন দিলে দ্রুত এ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়, সেখানকার স্বাস্থ্যকর্মীরা। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনার পরেই তার ভাইয়ের বাসা লকডাউন করে দিয়েছে পুলিশ।
যেখানে ইতালিতে ১৮ মে, ২০২০ থেকে লকডাউন তুলে দেয়া হয়েছে, সামান্য কিছু নিয়ম-কানুন বলবৎ রেখে এবং আগামী ৩ জুন থেকে সম্পূর্ণরূপে লকডাউন তুলে দেয়ার প্রস্তুতি চলছে। কারণ ইতালিতে করোনাভাইরাস প্রায় ৮০ শতাংশ কমে এসেছে, যে কারণে ইতালির সাধারণ জনগণের মধ্যে আনন্দ ফিরে এসেছে, ইতালি ফিরে যাচ্ছে তার আসল রূপে ।সেখানে এই ঘটনাটি নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে বাঙালি কমিউনিটিতে এবং ইতালিয়ান দের মধ্যে, তার অর্থ আমাদের আরো সাবধানতা অবলম্বন করতে হবে । এখানে সেখানে ঘুরতে যাওয়া মোটেও ঠিক হবে না, অভিজ্ঞ মহলের অভিমতে এই তথ্য উঠে এসেছে । নতুন করে এঘটনায় আতংক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। কারণ আক্রান্ত ওই নারী ইতালি আসার পর অনেক বাংলাদেশি আত্মীয়-স্বজনদের বাসায় গিয়েছেন। এছাড়াও তার অনাগত সন্তানের জন্য বিভিন্ন মার্কেটে গিয়ে কেনাকাটা করেছেন বলেও জানা গেছে। তবে স্থানীয় প্রশাসন সব জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও যুক্তরাজ্য থেকে ইতালির ওই ফ্লাইটের সকল যাত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন স্থানীয় প্রশাসন। ইতালি প্রশাসন থেকে একটি বার্তা দেয়া হয়েছে, যে আপাতত কেউ যেন ইতালি ছেড়ে অন্য কোন দেশে যাত্রা না করে। জরুরী প্রয়োজনে যাত্রা করলেও, তা যেন ভালো করে খোঁজ খবর নিয়ে করা হয়। এ ঘটনায় দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্ত্বেও সালভিনি দুঃখ প্রকাশ করেন। এছাড়াও আক্রান্ত ওই নারীর সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থতা কামনা করেন। আক্রান্ত ওই নারীর দেশের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ইতালি থাকার পর কয়েক বছর থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন বলে জানা গেছে ।