আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির মাউন্ট এতনা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সিসিলি দ্বীপে কাতানিয়ায় ৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের আঘাতে কাতানিয়ার একটি ছোট শহর ভেঙ্গে গেছে ।
স্থানীয় সময় ২৫ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কাতানিয়ায় শহরে এ ভূ-কম্পন অনুভূত হয়। এতে দশজন আহত হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, খবর এপি এবং TGcom 24।
ইউরোপের সবচেয়ে সক্রিয় মাউন্ট এতনা আগ্নেয়গিরির কাছেই ওই দ্বীপের অবস্থান। গত সোমবার কয়েক দফা কম্পনে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। বুধবার অগ্ন্যুৎপাতের ফলে কেঁপে উঠে কাতানিয়ায় শহর। এতে বেশ কিছু বাড়িঘর চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে , প্রচন্ড ঝাঁকুনিতে পাথরে বেষ্টিত বাড়িঘর বড় বড় ফাটল ধরে । এবং ঝরে পড়েছে অনেক বাড়ি ঘরের দেয়াল, ছাদ বারান্দা ।
খবর পেয়ে দমকল বাহিনীর লোক, পুলিশ ক্যারিবিনারী এসে সেখানকার বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যায় । খবরে আরো বলা হয়েছে যে, আগ্নেয়গিরির কারণে চারদিকে ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আশেপাশের গ্রামগুলো পুড়ে ছাই হওয়ার পথে। আক্রান্ত এলাকায় তিন লাখের বেশি মানুষের বসবাস। আগ্নেয়গিরির কাছাকাছি পাহাড়ি এলাকায় বসবাসরত লোকজনকে দ্রুত ওই এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ইতিমধ্যেই শহরের বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় কোন বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়নি বলে বিভিন্ন নিউজ মাধ্যমে জানা গেছে ।