আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশির বিজয় হয়েছে। ইতালির অন্যতম শিল্পনগরী ব্রেসিয়ার সিটি কর্পোরেশন নির্বাচনে নুরুল হক নামের এক বাংলাদেশি কমিশনার নির্বাচিত হয়েছেন।
ইতালির বিভিন্ন শহরগুলোতে বাংলাদেশিরা বিভিন্ন মাধ্যমে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে । এবং প্রায় সময় জয় ছিনিয়ে আনে। স্কুল কলেজ ইউনিভার্সিটি বাংলাদেশি ছেলে মেয়েরা অনেক ভালো রেজাল্ট করে । পাস করে বের হওয়ার পরে প্রায় সবাই খুব ভালো চাকরিতে জয়েন্ট করে।
জানা যায়, সম্প্রতি ইতালির ব্রেসিয়া সিটিতে স্থানীয় কমিশনার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নুরুল হক ব্রেসিয়ার ডন বসকো এলাকা থেকে কমিশনার নির্বাচিত হন। যা ইতালির বিভিন্ন গণমাধ্যমে এসেছে । এটা খুবই গর্বের বিষয় যে ইতালির মত দেশে বাংলাদেশিরা বিভিন্ন অফিস-আদালতে হাসপাতালে ব্যবসা-বাণিজ্যে সততার সাথে খুবই ভালো করছে । বাঙালি কমিউনিটি খুবই গর্বিত বিভিন্ন মাধ্যমে সফল হাওয়া বাংলাদেশিদের নিয়ে ।
অভিজ্ঞ মহল মনে করেন বাঙালি কমিউনিটি সহ বাংলাদেশ দূতাবাস যদি আরো সদয় খেয়াল করেন তাহলে বাংলাদেশিরা সব ক্ষেত্রেই আশাতীত সফলতা পাবে । পনের বিশ বছর আগেও বাংলাদেশি সহ অন্যান্য দেশের প্রবাসীরাও হতাশ হতেন ইতালির লেখাপড়া নিয়ে ।কিন্তু এখন দেখা যাচ্ছে বাঙালিদের ধারণা খুবই ভুল । ইতালিতে ইতালিয়ান ভাষার পাশাপাশি ইংরেজি ল্যাটিন,স্প্যানিশ এবং স্পানিয়ল এই পাঁচটি ভাষা হাইস্কুল শেষ করে যখন কলেজে যায় তখন সে সব ছাত্রছাত্রী মিনিমাম পাঁচটি ভাষার সার্টিফিকেট নিয়ে স্কুল, কলেজ শেষ করে বের হন । অভিভাবকরা যদি একটু খেয়াল করে তাহলে ইউরোপের অন্যান্য দেশ এবং ইংল্যান্ডের তুলনায় ইতালিরও লেখাপড়া অনেক মানসম্মত । ভালো স্টুডেন্টরা যখন এমবিএ, বিবিএ এবং ডাক্তারি পাশ করে বের হন সাথে সাথে ভালো ভালো চাকরির অফার পান তারা ।
নব নির্বাচিত কমিশনার মো. নুরুল হক কুমিল্লার লালমাই উপজেলার নোয়াগাঁও এলাকার অধিবাসী। তিনি বাংলাদেশ ও ইতালির নাগরিক হিসেবে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত। এছাড়া তিনি বৃহত্তর কুমিল্লা সমাজ ব্রেসিয়ার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। মোহাম্মদ নুরুল হক তিন কন্যা সন্তান ও স্ত্রী কোয়েল ভূঁইয়াকে নিয়ে ব্রেসিয়ার ভিয়া ক্রসিকা এলাকায় বসবাস করছেন নুরুল হক। ইতালি আসার আগে বাংলাদেশে আইন পেশায় নিযুক্ত ছিলেন।