আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৭ ডিসেম্বর ২০২০, রবিবার ইতালিতে প্রথম (করোনা নির্মূলে) ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করা হলো। এ ভাগ্যবতী ব্যক্তিটি হলো ‘স্প্যলানজানি ইনস্টিটিউটের নার্সিং পেশার পরিচালক ক্লাউদিয়া আলিভেরিনি Claudia Alivernini । করেনা ভাইরাসের ভ্যাকসিন শুধুমাত্র ইতালিতে মানবদেহে পুশ করেনি, ইতালিসহ ইউরোপের সবগুলো দেশে একসাথে প্রথম টিকা দেওয়া হয়েছে মানবদেহে।
ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে এই দিনটি । ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসে খুঁজে পাবে এর ইতিহাস। কারণ এই দিনটিকে ইউরোপে টিকা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন। স্মরণীয় দিন হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে ধুপিয়ান ইউনিয়নের নেতারা অর্থাৎ প্রতি বছর আজকের এই দিনটি পালন করা হবে করোনা ভ্যাকসিন দিবস হিসেবে।
একদিকে উৎফুল্ল আনন্দিত সাধারণ জনগণ। স্বস্তির নিঃশ্বাস যেমন ফেলছেন, বাহাবা দিচ্ছেন ইতালি সরকারকে। স্বপ্ন দেখছেন সুন্দর একটি পৃথিবী পাবার। অন্যদিকে এই টিকা নিয়ে কিছুটা অনীহা, উৎকণ্ঠা রয়েছে অনেকের মধ্যেই।
কেউ কেউ ভাবছে যে, করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করতে মিনিমাম ৫ বছর লেগে যায়, আবার কোন কোন ক্ষেত্রে তার বেশিও লেগে যায়। এত শর্ট টাইমে এই টিকা আবিষ্কার যেমন প্রশংসনীয়, তেমন প্রশ্নবিদ্ধ রয়েছে ২০% মানুষের মধ্যে ।
বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে, ইতালিতে প্রথম দফায় মাত্র ১০ হাজার ডোজ টিকা এসেছে। এই টিকা শুধুমাত্র পঞ্চাশোর্ধ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শরীরে পুশ করা হবে । যাদের শরীরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি প্রবলেমসহ অন্যান্য অসুখে ভুগছেন যারা, শুধুমাত্র তারাই প্রাধান্য ভিত্তিতে এই ভ্যাকসিন শরীরে পুশ করতে পারবেন। ভ্যাকসিনটি ইতালিয়ান আইফা ফার্মাকোর Aifa Farmaco মাধ্যমে এসেছে ।