আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ইতালি আওয়ামী লীগ উৎসবমুখর পরিবেশে কেক কেটে দিনটি উদযাপন করে।
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রোমের সুন্দরবন রেষ্টুরেন্টে কেক কাটা ও দলীয় সভানেত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া পূর্বক আলোচনা সভায় ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় রোমের তরপিনাত্তারায় সুন্দরবন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর ৭২ তম জন্মদিন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইদ্রিস ফরাজী । তিনি বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌছাতে পেরেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চতুর্থ বারের মত নৌকায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, বাংলাদেশের রাজনীতিতে তিন দশকের উজ্জল নক্ষত্র শেখ হাসিনা। দিন বদলের সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার নামের সাথে যুক্ত হয়েছে কৃতিত্বের । নির্বাচনের পূর্বে সকল দ্বন্দ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে নৌকার পক্ষে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহম্মদ ঢালী, হাবীব চৌধুরী, জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, এম এ রব মিন্টু, আবু তাহের সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।