মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ইতালির ব্রেসিয়ায় বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান গাজী জান্নাতুল ইউসরাকে (১১) গত ৬ দিনেও খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান আরো ২ দিনের জন্য বাড়ানো হয়েছে।
গত বৃহস্পতিবার স্কুল থেকে অটিস্টিক কিশোরী জান্নাতুলকে ইউসরাকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়েছিল দেশটির ব্রেসিয়া এলাকার “ডি কারিয়া দেগে” নামক পাহাড়ে। সফরের সময় সকাল ১১ টার দিকে সে শিক্ষীকার হাত ছেড়ে দৌড়ে পাহাড়ের আঁকাবাঁকা পথে হারিয়ে যায়। তারপরই জান্নাতুলকে খুঁজতে নামে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সোমবার ২৩ জুলাই পর্যন্ত তাঁকে খুঁজে পায়নি উদ্ধারকারীদল। ইতালির পুলিশ, কারাবিনিয়ারী,সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পাহাড়ের গুহায় কাজ করা টেকনিশিয়ানসহ ৩০০ উদ্ধারকর্মী তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছে পাহাড়ের আঁকাবাঁকা পথ, জঙ্গল এবং গুহা। মেয়েটিকে ৫ দিনেও উদ্ধার করতে না পেরে উদ্ধার কার্যক্রম আরো ২ দিনের জন্য বাড়ানো হয়েছে।
বৃহত্তর ঢাকা সমিতি, ব্রেসিয়া, ইতালির সভাপতি গাজী লিটনের ২ মেয়ে ২ ছেলের মধ্য ইউসরা সবার বড়। ঢাকার কেরানীগঞ্জে তাদের বাড়ী।