আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে ইতাল-বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির আয়োজনে ২ দিনব্যাপি বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধি সম্মেলনে কমিউনিটির সেরা সংগঠকদের এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২৮ ডিসেম্বর ২০১৯ সকালে রোমের একটি হল রুমে এ সম্মেলন ইতাল বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন উদ্বোধন করেন। ইতালিতে বাংলাদেশ কমিউনিটির সকল সামাজিক ও আঞ্চলিক সংগঠনের কর্মকান্ড নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। ২৮ ডিসেম্বর ২০১৯ সকালের প্রথম পর্বে ছিল ইতালিতে ইসলামি শিক্ষায় শিক্ষিত মাদ্রাসার ছাত্র ছাত্রী ও হিফজুল কোরআন ছাত্রদের নিয়ে অনুষ্ঠান। মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে ইসলামি ইনিস্টিউট রোমের শিক্ষকবৃন্দ ও শতাধিক ছাত্রছাত্রী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ছাত্রছাত্রীরা কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর ২০১৯ এ রোমের বাহিরের সংগঠনগুলোর পরিচিতি পর্ব এবং সেরা সংগঠনকে পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ সমিতি ইতালি, ধুমকেতু সোস্যাল অর্গানাইজেশন, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি ইতালি, ইতালি বাংলা প্রেস ক্লাব, ওলামা কাউন্সিল অব ইতালি, মাদ্রাসাতুর রোমা সহ রোম, ভেনিস, নাপলী, তরিনো, পাদোভা, ত্রেভিজো সহ বিভিন্ন শহরের সামাজিক সংগঠনকে বিশেষ সন্মাননা দেওয়া হয়। সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বর্তমান সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর কবির হোসেন, মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, কমিউনিটি প্রবীণ ব্যক্তিত্ব লুৎফর রহমান, ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে আলম শাহ এবং আখি সীমা কাওসার। অনুষ্ঠানের প্রধান আয়োজক ও উদ্যোক্তা শাহ তাইফুর রহমান ছোটন বলেন ইতালিতে বাংলা কমিউনিটির ইতিহাস দীর্ঘ তিন যুগের অথচ আমাদের মধ্যে ইউনিটি নাই। আগামী দিনে সুন্দর কমিউনিটি গঠনে কমিউনিটি প্রতিনিধি সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে। ঐক্যবদ্ধতার বিকল্প নাই। তাই আগামী দিনে ইতালির বিভিন্ন শহরে কমিউনিটি প্রতিনিধি সম্মেলন করা হবে।