প্রবাস মেলা ডেস্ক: এবার ইতালিতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় পরিচয়পত্র কার্যক্রম। ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার রোমের বাংলাদেশ দূতাবাসে এনআইডি উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।
বহুল প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্র কার্যক্রম শুরু হলো ইতালির রাজধানী রোম দূতাবাস থেকে। শুক্রবার থেকে শুরু হয় এনআইডি কার্ড বিতরণ। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এছাড়া ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় পরিচয়পত্রের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ইতালির কমিউনিটির নেতারা।
স্মার্ট কার্ড হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে কার্ড পেতে যাতে হয়রানির শিকার না হতে হয় সে আহ্বান জানান কমিউনিটির নেতারা।
ইতালিতে দুই লাখের বেশি বাংলাদেশির বাস। এর মধ্যে প্রায় ১৫ হাজার অবৈধ বাংলাদেশি ইতালিতে নাম ও জন্ম তারিখ পরিবর্তন করায় জটিলতায় পড়েন। এবার সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া খুশি তারা।