আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: গত দুই দিন থেকে ইতালিসহ ইউরোপের প্রায় সব দেশেই বৈরী আবহাওয়া দেখা দিয়েছে। ইতালির রোম সহ রিয়েতি, মিলান, ভেনিস, আনকোনা সহ প্রায় সবকটি শহরেই দমকা হাওয়াসহ প্রচন্ড ঝড় তূফানে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার।
অনেক স্থানে স্কুল কলেজের ছাদ ধমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে বলে খবরে জানা গেছে। রাস্তা-ঘাটে বড় বড় গাছ-পালা গাড়ি বাড়িতে উপড়ে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতালিয়ান চ্যানেলে থেকে জানা যায় গত বিশ বছরেও এই মৌসুমে এমন ঝড় তূফান হয়নি। এখন পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।