আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: তারুণ্যদীপ্ত রাজনৈতিক নেতা এম এ রব মিন্টুর জন্মদিনে বন্ধু বান্ধব, নেতা কর্মী, আত্মীয় স্বজনদের ভালবাসায় সিক্ত হলেন তরুন এই নেতা। বরিশালের কৃতি সন্তান, তারুন্যের অহঙ্কার, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অল ইউরোপ বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার যুগ্ম মহাসচিব, এম এ রব মিনটু।
তার জন্মদিন উদযাপন করেছেন তার শুভাকাংখীরা। ৫ অক্টোবর সন্ধ্যায় বরিশাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারাস্থ সুন্দরবন রেষ্টুরেন্টের হলরুমে এ জন্মদিনের অনুষ্ঠানে বরিশাল বিভাগ সমিতি, বরিশাল জিলা সমিতি, বরিশাল বিভাগ যুব সমিতি, পিরোজপুর জেলা সমিতি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ রোমের বিভিন্ন অঙ্গনের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এম এ রব মিন্টু ৪৮তম জন্ম দিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি নজরুল ইসলাম মাঝি, খান আতাউর রহমান বাবু, অ্যাডভোকেট আনিছুজ্জামান আনিচ, জামান মোক্তার, ইমাম হাসান লিখন, ফাহমিদা সুলতানা লিপি, মোস্তাক আহমেদ, স্বপন হাওলাদার, খান রিপন, রিয়াজ হোসেন, শিমুল রহমান, মনিকা ইসলাম, কামাল হোসেন, বাহাদুর কাজী, জাহাঙ্গির কাজী, স্বপন দাস, হাজী সুইট, নাদিম মাহমুদ, আপেল, ডব্লিউ, মিজান, সাগর সহ অনেকে।