আফরোজা কণা:
পৃথিবীর সৃষ্টিকে দেখে মন পূর্ণতা পায়
তখন মস্তিষ্কের শিরা উপশিরায় টান পড়ে
ভাললাগা নামক অনুভূতিতে।
ভাবতে ইচ্ছে করে অনেক কিছু যেন
কিছুতেই কিছুর তল পায়না হাতড়ে।
কল্পনার সব রং জলে গুলে নিয়ে মনের তুলিতে
ইচ্ছে মত যখন ছবি তৈরি করতে থাকি
তখন রং গুলি তার নিজস্ব বর্ণ হারিয়ে ফেলে।
প্রজাপতির জোড়া এক সাথে যখন ফুলের উপর
বসে মধু সংগ্রহে মগ্ন হয়।
তখন বিষাক্ত হাওয়া এসে তাদের আনন্দকে
ধুলিস্মাৎ করে দেয়।
আকাশের চাঁদকে দেখে দেহমন উল্লাসিত হয়ে
এক অনাবিল আনন্দে নেচে ওঠে
হঠাৎ মেঘে ঢেকে দেয় রূপালি চাঁদকেও।
দীঘির জলে শুভ্র সুন্দর পদ্মফুল দেখে
হাত বাড়াতেই সাপ সেখানে বসে থাকে ফণা তুলে
প্রাণ খুলে প্রাণের কথা বলতে চাই আমি
কিন্তু স্বার্থপর সময় আমায় চোখ রাঙিয়ে
আমার ইচ্ছের মৃত্যু ঘটায়!