নিরব আহমেদ, গ্রীস থেকে: ইউরো-বাংলা প্রেসক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অপার্থিব (ভার্চুয়াল) আলোচনা সভা ও করোনায় আক্রান্ত সাংবাদিক আব্দুল কুদ্দুস এর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরীর পরিচালনায় ২২ ফেব্রুয়ারি ২০২১, সোমবার ইউরোপ সময় সন্ধ্যা ৮টা, বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন সংগঠনের উপদেষ্টা আন্তর্জাতিক কলামিস্ট ও চিকিৎসক ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার, প্রবাসী সাংবাদিক মাইদুল মিয়া, সিনিয়র সহ-সভাপতি এম আলী চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মেহেদি রাসেল, কবি হাবিব ফয়েজী, তাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ, সহ-সভাপতি ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, অভিবাসন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৫২ ভাষা আন্দোলনে বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার অধিকার আদায় করেছেন। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি, প্রবাসী সাংবাদিকদের উচিত বাংলা ভাষার ইতিহাস প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার কার্যকর ব্যবস্থা নেয়া। আন্তর্জাতিক দিবস এজন্য আমরা একুশে ফেব্রুয়ারিতে উদযাপন করতে হয়। ভার্চুয়াল বিদেশি শব্দ এখানে বাংলা কি হতে পারে এ নিয়ে উক্ত আলোচনায় বিজ্ঞ আলোচকবৃন্দ বাংলা শব্দ আবিষ্কার করেন। আর তা হচ্ছে অপার্থিব আলোচনা সভা, যা আমাদের কাছে পরিচিত ভার্চুয়াল আলোচনা সভা। সভায় ভাষা শহিদদের রুহের আত্মার মাগফিরাত কামনা, বাংলাদেশের নোয়াখালীতে নিহত সাংবাদিক, করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার।