নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ইতালির রোম শহরে ২৬, ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত কানেক্ট বাংলাদেশ এর সম্মেলনে অংশ নেন কানেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সমন্বয়ক, মূলধারার পুরস্কার বিজয়ী সিনিয়র সাংবাদিক, প্রাবন্ধিক, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও বাপসনিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন এবং কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহউদ্দিন।
পরে তারা প্যারিস, বেলজিয়ামসহ ইউরোপ সফর শেষে ৫ নভেম্বর সোমবার নরওয়ে এয়ার যোগে রাত ৯টায় নিউইয়র্কে জেএফকেতে প্রত্যাবর্তন করেন। সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং কবি এবিএম সালেহউদ্দিন কানেক্ট বাংলাদেশ সম্মেলন এবং পাতগিগ, প্যারিস, বেলজিয়াম, ইতালিসহ ইউরোপের বিভিন্ন শহরের সেমিনার, সম্মেলনে অংশ নেন।