প্রবাস মেলা ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে লন্ডনে বিক্ষোভ করলেন হাজারও ব্রিটিশ নাগরিক। ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার ছিল প্রতিবাদের এ আয়োজন। খবর রয়টার্সের।
ক্ষুব্ধ ব্রিটিশদের অভিযোগ, অর্থনীতির দৈন্যদশা থেকে যুক্তরাজ্যকে ফেরাতে অক্ষম বর্তমান সরকার। বিক্ষোভকারীদের সবাই ইউরোপীয় ইউনিয়নের পতাকার সাথে মিলিয়ে নীল, সাদা ও হলুদ পোশাক পড়েছিলেন। সবার হাতেই ছিল জোটের পতাকা আর ব্যানার। তারা পার্লামেন্ট স্কয়ারে দেন স্লোগান।
গণভোটের মাধ্যমে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের ৭ বছর হতে চললো। এখনও জোটপন্থিদের অভিযোগ, সেটি ছিল সরকারের উসকানিতে নেয়া ব্রিটিশদের ভুল পদক্ষেপ। সাম্প্রতিক তথ্য অনুসারে, বছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি শূন্য দশমিক ২ শতাংশ। অন্যদিকে, মুদ্রাস্ফীতি একলাফে ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জরিপ সংস্থা- ইউগভের সাম্প্রতিক তথ্য অনুসারে, যুক্তরাজ্যের ৬০ শতাংশ মানুষ পুনরায় ফিরতে চায় ইউরোপীয় জোটে।