মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর সংগঠনের আহবায়ক মার্ক রায়ের সভাপতিত্বে বিদেশে ও বাংলাদেশের খ্রিস্টান সমাজের অন্যতম শীর্ষ নেতৃবৃন্দের সরাসরি উপস্থিতিতে পর্দা উঠলো ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন এর।
অনলাইনে মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জুয়েল আরেং-এমপি, বিশেষ অতিথিবৃন্দ মাননীয় সংসদ সদস্য গ্লোরিয়া সরকার-এমপি, নির্মল রোজারিও-সভাপতি, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, মহাসচিব-হেমন্ত আই কোড়াইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- থিওপিল রোজারিও, সংগঠনের প্রবীণ ব্যক্তিত্ব রবিন ফ্রান্সিস রোজারিও, পিটার ডি কস্তা, মাইকেল মালাকার, জেফরি ফার্নান্ডেজ সহ অন্যান্যরা।
পাষ্টর কাজল সরকারের প্রার্থনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। শুরুতে সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে উল্লেখ করেন, আহ্বায়কের দায়িত্ব পেয়ে যোসেফ ডি কস্তার সহযোগিতায় ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত খ্রিস্ট ভক্তদের মাঝে সশরীরে উপস্থিত হয়ে একত্রিকরণের এই প্রক্রিয়া অব্যাহত রাখি। তিনি সকলের সার্বিক সহযোগিতার জন্য এবং উপস্থিত আজকের সকলকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানান। আহবায়ক সংক্ষিপ্ত বক্তব্যের পর আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার থিওপিল রোজারিও, সদস্য রবিন ফ্রান্সিস রোজারিও এবং মিলি বিশ্বাসকে দায়িত্ব প্রদান করে। প্রধান নির্বাচন কমিশনার, জোসেফ ডি কস্তা কে সভাপতি এবং মার্ক রায় কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করে। অন্যান্যরা হলেন: উর্ধ্বতন সহ-সভাপতি: বিমল এস ক্রুজ (ফ্রান্স), সহ-সভাপতি: কাজল সরকার (ইউকে), সহ-সভাপতি: মার্টিন ফলিয়া (জার্মানি), যুগ্ন সাধারণ সম্পাদক: দেবরা লিটা (ইতালি), সহ-সাধারণ সম্পাদক: টুটুল হিউবার্ট রোজারিও (ফ্রান্স), সংগঠনিক সম্পাদক: জুয়েল রোজারিও (সুইডেন), সহ-সাংগঠনিক সম্পাদক: ববিতা বুমগাটনার (সুইজারল্যান্ড), কোষাধ্যক্ষ: জেমস জুয়েল বিশ্বাস (জার্মানি), সহ কোষাধ্যক্ষ: লিওনার্ড এল রোজারিও (ফ্রান্স), আইন বিষয়ক সম্পাদক: সলিসিটর মুক্তি সরকার (ইউকে), দপ্তর সম্পাদক: টুটুল ভিনসেন্ট গমেজ (ইতালি), সহ দপ্তর সম্পাদক: খোকন রোজারিও (পোল্যান্ড), সমাজ কল্যাণ সম্পাদক: লিওনার্ড রোজারিও (ইউকে), সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পাদক: লাকি রোজারিও (ইতালি), সহ সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পাদক: গ্লোরিয়া ইভা রোজারিও (ফ্রান্স), প্রচার ও প্রকাশনা সম্পাদক: পঙ্কজ গমেজ (ফ্রান্স), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক: সানি এলবার্ট ক্রুশ (সুইডেন), মহিলা সম্পাদক: মার্গারেট সরকার (ইতালি),
মনোনীত সদস্য: বিলাস রোজারিও (ইতালি), দিলীপ ফলিয়া (অস্ট্রিয়া), রিকি রোজারিও (ফ্রান্স), জেমস হালদার (পর্তুগাল), ওয়াশিংটন অমর বোস (নরওয়ে), অপু রোজারিও (ইতালি), পলাশ রয় (বেলজিয়াম)।
প্রাক্তন আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং উর্ধ্বতন সহ-সভাপতি বিমল এস ক্রুশ তার বক্তব্য উল্লেখ করেন, আমারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে মনে করেছি, বর্তমান সময়ে সংগঠনকে শক্তিশালী সাংগঠনিক রূপ দিতে এই টিমই অত্যন্ত কার্যকারী ও ফলপ্রসু।
সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নতুন কমিটিকে স্বাগত জানান। তারা উল্লেখ করেন ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ তথা বাংলাদেশের পিছিয়ে পড়া খ্রিষ্টান কমিউনিটির জন্য কার্যকরী ভূমিকা পালন করবে। তারা ধন্যবাদ জানান বিগত করোনাকালীন সময়ে আহবায়ক কমিটির নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের সাহায্যে সহযোগিতার জন্য। নব নির্বাচিত সাধারণ সম্পাদক মার্ক রায় উল্লেখ করেন আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা এই টিম নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। নব নির্বাচিত সকলকে তিনি সাংগঠনিক শুভেচ্ছা প্রদান করেন। নব নির্বাচিত সভাপতি জোসেফ ডি কস্তা উপস্থিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সংগঠন প্রেমী সকলকে অভিনন্দন জানান। এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জুয়েল আরেং-এমপি নব নির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারির নেতৃত্বে এ সংগঠনকে আরো শক্তিশালী হবে এবং ইউরোপ তথা বাংলাদেশের খ্রিস্টান কমিউনিটির সাহায্যের সহযোগিতায় এগিয়ে আসবে। সর্বশেষে লিওনার্ড এল রোজারিও এর প্রার্থনার মাধ্যমে সভার কার্যক্রম শেষ করা হয়।