এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয় নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে। একটি নিম্ন আয়ের দেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার অধীনে ঋণ সুবিধা থেকে থেকে বঞ্চিত দরিদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি উদ্ভাবনশীল ক্ষুদ্রঋণ ব্যবস্থা প্রবর্তন করে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও সার্বিকভাবে সমাজের অগ্রগতিতে তাঁর অসামান্য অবদানের জন্য ইউনিভার্সিটি অব ভেনিস প্রফেসর ইউনূসকে অর্থনীতিতে বিশ্ববিদ্যালয়টির ফেলোশীপ প্রদান করে।
ফেলোশীপ প্রদানের মাধ্যমে প্রফেসর ইউনূসকে বিশ্ববিদ্যালয়টির এই সম্মানজনক স্বীকৃতির পর ইউনিভার্সিটি অব ভেনিস কা’ ফসকারীর রেক্টর মিশেল বুগলিয়েসি এই বিশ্ববিদ্যালয়ে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রফেসর ইউনূসের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই নিয়ে বিশ্বব্যাপী ইউনূস সেন্টারের সংখ্যা দাঁড়ালো ৬৩টিতে। ইতালিতে এটি ৪র্থ ইউনূস সেন্টার।
উল্লেখ্য যে, ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার হচ্ছে একটি গবেষণা কেন্দ্র যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও সংশ্লিষ্ট কমিউনিটি প্রফেসর ইউনূসের দর্শনের ভিত্তিতে এলাকার জরুরী সমস্যাগুলোর সমাধানে সামাজিক ব্যবসা ও সামাজিক ব্যবসার বিভিন্ন আইডিয়া গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত আর সব ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের মতো এই সেন্টারটিও বাংলাদেশে অবস্থিত ইউনূস সেন্টারের মাধ্যমে একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশে পরিণত হলো।