জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য: বিপুল উৎসাহের মধ্য দিয়ে ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার ইউকের নটিহংহামে বেঙ্গলি কমিউনিটি গ্রূপের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নটিংহাম গ্রিনওয়ে সেন্টার কমিউনিটি হলে এ অনুষ্ঠা অনুষ্ঠিত হয় ।
বেঙ্গলি কমিউনিটির ব্যক্তিত্ব জনাব হামিদ উল্লার সভাপতিত্বে এবং মোহাম্মাদ হান্নান এর পরিচালনায় পুনর্মিলন সভায় বক্তৃতা করেন হাইসন গ্রিন ফরেস্ট ফিল্ড, নটিংহাম বাংলাদেশি ইতালিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি আমির হোসেন, লন্ডন থেকে আসা শাপলা সিটির ব্যুরো চীফ জাহাঙ্গীর আলম সিকদার , গীতা সুমন,বাবুল পেদা, সায়লা হক, কামরুন্নাহার রত্না, মিসেস পপি এবং সোহেল আহমেদ সহ অনেকে।
শিকড়ের টানে ঈদ এবং বাচ্চাদের স্কুল ছুটির মধ্যে মনের মাধুরী দিয়ে নাচে, গানে আলাপচারীতায় একটু বিনোদন আর আনন্দ দেওয়াই ছিল নটিংহাম প্রবাসী বাংলাদেশিদের যেন আর এক টুকরো ছোট বাংলাদেশ ।