মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে অর্থ প্রেরণ ও প্রদান এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্র্যান্ড ইউএই এক্সচেঞ্জ দুবাইয়ে অবস্থানরত দেশী বিদেশী গণমাধ্যম কর্মীদের জন্য পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও নৈশ ভোজের আয়োজন করেছে।
দুবাইয়ের জে ডাব্লিউ মেরিয়টস মারকুইজ হোটেল এর এমিরেটস বলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইউএই এক্সচেঞ্জ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার ভিলাস আচুথাংকুট্টি ও কান্ট্রি হেড আবদুল করিম আলকায়দ ।
বৈধপথে বৈদেশিক মুদ্রাপ্রেরণ ও গ্রহণকারী হিসেবে আমিরাতে এই প্রতিষ্ঠনটি সুনামের সাথে দীর্ঘ দিন তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। সকল দেশের মানুষের চাহিদার কথা চিন্তা করেই বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান করে থাকে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত সময়ে রেমিটেন্স প্রেরণের নতুন মাধ্যম বিকাশ সেবা চালু করে প্রচুর প্রশংসা কুড়িয়েছে। দিনে দিনে আমিরাতে অবস্থানরত প্রবাসীদের বিশ্বস্ততা ও নির্ভরতার প্রতিক হয়ে উঠছে প্রতিষ্ঠানটি।