প্রবাস মেলা ডেস্ক: অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর শারমীন রিনভী। ৬ নভেম্বর ২০২০, শুক্রবার ইআরএফ-এর সদস্যরা সরাসরি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন। এর ফলে প্রথমবারের মতো একজন নারী সভাপতি পেল সংগঠনটি।
নির্বাচনে শারমীন রিনভী ১২৪ ভোট পেয়ে সভাপতি হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান পেয়েছেন ৯০ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নিবাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার এসএম রাশিদুল ইসলাম। আর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ এম শফিকুল আলম।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বি-বার্ষিক সভা ও ২০২০-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে এম শফিকুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এজিএস নির্বাচিত হয়েছেন কুতুব উদ্দিন জসিম (১৪২)। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম কাদির, সৈয়দ শাহ নেওয়াজ করিম, আজিজুর রহমান রিপন ও রহিম শেখ। ২৩৮ ভোটারের মধ্যে ২১৬ জন ভোট দিয়েছেন। এরমধ্যে একটি ব্যালট বাতিল হয়েছে।