শিখা কর্মকার স্বাধীন
আমি গিয়েছিলাম পর্বত পাদে
পর্বত সুধায় মোরে, হও বজ্রকঠোর নিনাদে।
আমি বসেছিলাম স্রোতাস্বিনীর তটে
প্রবাহিনী সুধায় মোরে,
হও গতিময় জীবনের পথে
আমি ছিলাম বৃক্ষের ছায়ে
বৃক্ষ সুধায় মোরে
হও তুমি পরের তরে।
আমি চেয়েছিলাম আকাশের সান্নিধ্যে
অন্তরীক্ষ সুধায় মোরে,
উদার হলে হবে জীবন ধন্য
আমার কথা হয় পাখিদের সাথে
পাখিরা সুধায় মোরে,
সৃজাও নান্দনিকতায় জগতময়
আমি করতে চেয়েছিলাম
মৃত্তিকার রহস্যভেদ-
মৃত্তিকা সুধায় মোরে
এখানেই তোমার শুরু এখানেই শেষ।