শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ২০২১ সাল এক খুবই গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। কারণ এই বছরেই আর কিছুদিন পরে এই রাজ্যে অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভা নির্বাচন। যা নিয়ে এখন থেকেই তাপ উত্তাপ অনুভব করতে শুরু করেছে রাজ্যবাসী।
এই নির্বাচনে প্রধানত হবে দ্বিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে বিজেপি। লড়াই যে টানটান হবে তা বোঝাই যাচ্ছে এখন থেকে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বহুদিনের ইচ্ছে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা লাভ করার। তাই তাঁরা পাখির চোখ করেছেন এই রাজ্য বিধানসভা নির্বাচনকে।
এক্ষেত্রে তাঁদের মনোবল বাড়িয়েছে সম্প্রতি বিহার নির্বাচনে বিজেপির দারুণ সাফল্য পাওয়া। তাই বিজেপি এবার সর্বশক্তি প্রয়োগ করবে রাজ্য বিধানসভায় জেতার জন্য। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচন্ড লড়াই করবে সরকারে থাকার জন্য।
এক্ষেত্রে তাদের প্লাস পয়েন্ট হল পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও অপরিসীম জনপ্রিয়তা। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে শেষ হাসি কে হাসবে? সেটাই এখন শুধু দেখার।