প্রবাস মেলা ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার স্থানীয় ব্যুরোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমা কার্হি রোববার (১৫ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে এই কথা জানিয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। কার্হি ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া বিবৃতিতে আল জাজিরার বিরুদ্ধে হামাসপন্থী মতবাদকে উস্কানি দেওয়ার অভিযোগ আনেন। গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের আক্রমণের ক্ষেত্রে আল জাজিরার পক্ষপাতদুষ্ট সংবাদ উপস্থাপনকে অভিযুক্ত করেছেন তিনি।
তিনি বলেন, আল জাজিরা বন্ধ করার প্রস্তাবটি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের দ্বারা যাচাই করা হয়েছে এবং আইন বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এই সংবাদসংস্থা হামাসকে আরও বেশি হামলার জন্য উসকানি দিচ্ছে। এটি এমন একটি স্টেশন যা সমাবেশ এলাকায় (গাজার বাইরে) সৈন্যদের ছবি তোলে প্রচার করছে। ইসরায়েলের নাগরিকদের মানবাধিকারের বিরুদ্ধে বিশ্ববাসীকে উসকানি দিচ্ছে বলে আমরা এটি বন্ধের চেষ্টা করছি।’
তবে এই বিষয়ে আল জাজিরা এবং দোহার সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।