লুৎফুর রহমান, দুবাই, ইউএই: প্রবাসে আঞ্চলিক সংগঠন শুধু এলাকার কাজ করে না বরং এলাকার মানুষকে দেশ ও দশের কাছে নিয়ে যায়। রাজনৈতিক সংগঠনে মানুষের মাঝে মতের অমিল থাকলেও সামাজিক এসব সংগঠনে সবাই একই প্লাটফর্মে আসার ফলে এলাকার পাশাপাশি দেশকে সহজে এগিয়ে নেয়া যায়।
২০ জুলাই শুক্রবার আরব আমিরাতের আল আইনে জুড়ী ওয়েলফেরার এসোসিয়েশন আয়োজিত সংবর্ধনার জবাবে এ কথা বলেছেন জুড়ি উপজেলার ফুলতলা ইউপির ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান মাসুক আহমদ।
স্থানীয় একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহমত আলী সুয়ব। সংগঠনের সাধারণ সম্পাদক মর্তুজা আলীর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আজমল আলী খান।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা সিআইপি আশিক মিয়া, উপদেষ্টা আব্দুল লতিফ, মো, কাছা উদ্দিন, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম ও অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়াও বক্তব্য রাখেন যথাক্রমে- আব্দুল আাজিজ, আব্দুস শহিদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান খান, আবুল হোসেন, মহরম আলী মজুমদার ও আপ্তার শেখ। এ সময় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি এবং তাঁর পরিবার ও মেয়েকে ফুলেল শুভেচ্ছো ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫২বাংলা টিভির সংবাদপাঠিকা তিশা সেনের পরিচালনায় গান পরিবেশন করেন জাবেদ আহমদ মাসুম, শম্পা শফিক, ফারুক আহমদ ও বাংলাদেশ থেকে আগত চেয়ারম্যানের সহধর্মিনী শিরীন আক্তার।