সোয়েব সাঈদ, রামু: আন্তর্জাতিক খ্যাতিসস্পন্ন মুবাল্লিগ রামুর অফিসেরচর সিকদার পাড়া জামে মসজিদের খতিব ও এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফ্তি মুরশিদুল আলম চৌধুরী স্মরণে রামুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট ২০২০, শুক্রবার জুমার নামাজের পর রামুর সদর ফতেখাঁরকুল অফিসেরচর এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসা সংলগ্ন সিকদার পাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে আল্লামা মুফ্তি মুরশিদুল আলম চৌধুরীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন মাদ্রাসা-মসজিদ পরিচালনা কমিটির সদস্য মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু ছাবের। মাদ্রাসা ও জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুসল্লীগণ এ দোয়া মাহফিলে শরিক হন।
উল্লেখ্য আল্লামা মুফ্তি মুরশিদুল আলম চৌধুরী ২ আগস্ট রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের সিপাহীরপাড়া গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ তাবলীগ জামায়াতের জাতীয় মজলিসে সূরা সদস্য এবং কক্সবাজার জেলা তাবলীগ জামাতের আমীর (জিম্বাদার) ছিলেন। তিনি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ মুবাল্লীগ। তাবলীগের জামায়াতের দাওয়াত প্রচার করতে গিয়ে তিনি বিশ্বের অনেক দেশে ভ্রমণ করেছেন।
বিশ্ববরেণ্য আলেমেদ্বীন মুফ্তি মুরশিদুল আলম চৌধুরী ২৪ বছর রামুর ঐতিহ্যবাহী ফতেখাঁরকুল অফিসেরচর এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম ও সিকদারপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।