মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপ প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল ৩১ মে ২০১৯ শুক্রবার মালদ্বীপের রাজধানী মালে আহমদিয়া স্কুল অডিটোরিয়ামে আলোকিত চাঁদপুর প্রবাসী মালদ্বীপ এর আয়োজনের মালদ্বীপস্থ প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মোঃ হোসেন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব দুলাল মাদবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি মো: নেহের মিয়া রানা, মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শফিকুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোখলেছুর রহমান আখন্দ, স্থানীয় নীল ধরিয়া শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ও ব্যবসায়ী মো: আব্দুর রহামান, ন্যাশনাল ব্যাংক মালদ্বীপ শাখার সিইও মোহাম্মদ মাসুদ, ব্যবসায়ী মো: আলামগীর হোসেন, মো: আলীম দূরানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মালদ্বীপে প্রথম অরাজনৈতিক সংগঠন হিসেবে আমার দেখা আলোকিত চাঁদপুর প্রবাসী মালদ্বীপ ৷ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ৭১বাংলা টেলিভিশন এর মালদ্বীপ প্রতিনিধি মো: এমরান হোসেন তালুকদার ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল ফাহাদ।
অনুষ্ঠানে সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ মালদ্বীপ কর্মরত অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইফতার ও দোয়া মাহফিলে কোরআন থেকে তেলোয়াত তর্জমা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: আব্দুল্লাহ আল রাহাত ও মো: বিল্লাল হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাতে বিশ্বের সকল মুসলিম ও দেশ-বিদেশের সকল মুসলিম প্রবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।