কোলকাতা, ভারত প্রতিনিধি: সম্প্রতি ‘আলাপ’-সংস্থা কবিতাকেন্দ্রিক রাজ্যস্তরের যে বৃহৎ অনুষ্ঠান করেছে, তা আজীবন বহু মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। হাবরা ‘কলতান’ অডিটোরিয়ামে প্রায় ১ হাজার দর্শক, শ্রোতা; কানায় কানায় ভর্তি গমগমে হল, টানা ৭ ঘন্টার অনুষ্ঠান কবিতা নিয়ে মানুষের উন্মাদনা ছিলো দৃষ্টান্তমূলক। যারা এসেছেন, অনেক সুখস্মৃতি নিয়ে ফিরেছেন। এসেছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, জয়দীপ চট্টোপাধ্যায়, সুদীপ্ত রায়, অনিন্দ্য মুখোপাধ্যায়, সুদীপ ভট্টাচার্য, সাদেকুল করিম, পার্থসারথী দাস সহ অনেক বিশিষ্ট মানুষেরা।

বাঁকুড়া, নদীয়া, আসানসোল, হাওড়া, হুগলি, কলকাতা, বনগাঁ, বসিরহাট, বারাসাত, ব্যারাকপুর একসুতোয় মিলে গিয়েছিলো কবিতার টানে। ‘আলাপ’-(কবিতার সাথে কয়েক কদম) বারাসাত ও গোবরডাঙ্গার এই সাংস্কৃতিক সংস্থা কবিতা কে নিয়ে বাচিকশিল্পের আঙ্গিকে নৃত্য ও সংগীতের মূর্ছনায় অভিনব মঞ্চ সংবেদ সৃজনে সফল ভূমিকা নিয়েছে। সংস্থার সম্পাদক শ্রী অনুপ ভট্টাচার্য্য বলেন, ‘সচেতনভাবেই বলছি কবিতা কেন্দ্রিক সুমার্জিত এতবড় অনুষ্ঠান দক্ষিণবঙ্গে স্মরণাতীতকালে হয়নি। কবিতাকে আঁকড়ে ধরুন। সুস্থ সংস্কৃতি চর্চার আঙ্গিকে সমাজ পরিবেশকে কলুষমুক্ত করতে সকলে এগিয়ে আসুন।