* আলবার্ট আইনস্টাইনের জন্ম ১৮৭৯ সালের ১৪ মার্চ জার্মানির উয়ের্টম্যাগ শহরে।
* তিনি নিজেকে নাস্তিক নয় বরং অজ্ঞেয়বাদী বলে মনে করতেন।
* শিশু আইনস্টাইন ধীরে ধীরে শিখতেন এবং খুব ধীরে ধীরে কথা বলতেন।
* যে প্যাথলজিস্ট আইনস্টাইনের অটপ্সি সম্পাদন করেছিলেন তিনি তার মস্তিষ্ক চুরি করে ২০ বছর একটি জারে জমা করে রাখেন।
* আইনস্টাইন আপেক্ষিকতাবাদের জন্য নোবেল পুরস্কার পাননি, আসলে Photoelectric Effect এর জন্য তাকে নোবেল পুরস্কার দেয়া হয়।
* আইনস্টাইনের নোবেল পুরস্কারের টাকা তার প্রাক্তন স্ত্রীকে তালাকের বিনিময়ে দেয়া হয়েছে।
* আইনস্টাইনকে ইসরাইলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলেন।
* আইনস্টাইন তার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথমবার উত্তীর্ণ হতে পারেন নি এবং এক বছর পরে পুনরায় তাকে আবেদন করতে হয়েছিল।
* অস্ট্রিয়ান পদার্থবিজ্ঞানী ফ্রেডরিক হেসেনহর্ল আইনস্টাইনের এক বছর আগে আপেক্ষিকতার মৌলিক সমীকরণ E=mc2 প্রকাশ করেছিলেন।
* আলবার্ট আইনস্টাইনের চোখ নিউইয়র্কের একটি নিরাপদ বাক্সে এখনো সংরক্ষিত রয়েছে।
* তার নিজের কোন গাড়ি ছিল না এবং তিনি কখনোই ড্রাইভ করতে শিখেন নি।
* তিনি মোজা পরতে পছন্দ করতেন না।
* জুরিখ পলিটেকনিক ইনস্টিটিউট এ আইনস্টাইনের পদার্থবিদ্যা বিভাগে মাত্র একজন ছাত্রী ছিলেন যিনি আইনস্টাইনকে বিয়ে করেছিলেন।
* গ্যালিলিও গ্যালিলি আলবার্ট আইনস্টাইনের প্রিয় বিজ্ঞানী ছিলেন।
* আলবার্ট আইনস্টাইন জাতিগত বর্ণবাদের ঘোর বিরোধী ছিলেন। তিনি একে ‘সাদা মানুষের রোগ’ বলে অভিহিত করেছেন এবং তিনি আমেরিকায় বর্ণবাদের বিরুদ্ধে কাজ করেছেন।
* মৃত্যুর কয়েক ঘন্টা আগেও আইনস্টাইন তাঁর Theory of Everything তত্ত্বকে প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত ছিলেন।
* ১৯৩০ সালে অ্যালবার্ট আইনস্টাইন একটি ফ্রিজের পেটেন্ট নিয়েছিলেন কিন্তু এটি বাণিজ্যিকভাবে সাফল্য পায়নি।
* নাৎসী বাহিনী আইনস্টাইনের মাথার জন্য ৫০০০ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিলো।
* অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন ৫০০০ বিখ্যাত মানুষের একজন যারা সমকামীতা সম্পর্কিত জার্মানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিলেন।
* সাবেক এফবিআই পরিচালক জে এডগার হুভারের মত কিছু আমেরিকান কর্মকর্তা মনে করতেন আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন সোভিয়েত গুপ্তচর।
* আলবার্ট আইনস্টাইন যদিও একজন অতিশয় শান্তিবাদী ব্যক্তি ছিলেন, তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লিখেছিলেন যে, তিনি যেন নাৎসী জার্মানির আগে পরমাণু বোমা বানানোর প্রকল্প প্রণয়ন করেন।
* আইনস্টাইন, ফ্রয়েড, হেনরি কিসিঞ্জার এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্জি ব্রিন মূলত শরণার্থী ছিলেন।
* আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের প্রকাশ করলে নিউইয়র্ক টাইমস তাদের গল্ফিং প্রতিনিধিকে তার সাক্ষাতকার নিতে পাঠিয়েছিল।
* অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে, ‘যদি মৌমাছি পৃথিবীর থেকে অদৃশ্য হয়ে যায়, তবে মানুষ মাত্র চার বছরের বেশি জীবিত থাকতে পারবে না।’
* সামরিক চাকরি এড়াতে অ্যালবার্ট আইনস্টাইন ১৮৯৬ সালে জার্মানির উয়ের্টম্যাগে তার জার্মান নাগরিকত্ব ত্যাগ করেন। তারপর ৫ বছর ধরে তিনি নাগরিকত্বহীন থেকে ১৯০১ সালের ফেব্রুয়ারিতে সুইস নাগরিকত্ব, ১৯১১ সালে অস্ট্রিয়ান নাগরিকত্ব এবং ১৯৪০ সালে আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করেন।
* মৃত্যুর পূর্বে অ্যালবার্ট আইনস্টাইন জীবনের শেষ কথাগুলি জার্মান ভাষায় বলেছিলেন একজন নার্সের কাছে যিনি জার্মান ভাষা জানতেন না। কথাগুলোর মর্মার্থ আজও উদ্ধার করা যায়নি।
* জগতবিখ্যাত এই বিজ্ঞানী ১৯৫৫ সালের ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রিন্সটন মেডিক্যাল সেন্টারে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
(সূত্র: ইন্টারনেট)