মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ভেনিস প্রবাসী ভৈরবের সদা হাসোজ্জ্বল মানবতাবাদী এক তরুণের নাম হোসাইন মোবারক, সাদা মনের মানুষ তিনি যিনি অপরের দুঃখ কস্টে যথাসাধ্য সহযোগিতা আর চেস্টার মাধ্যমে মানবতার জয়গান গাইতে পিছপা হননা। এই শীতে স্বদেশের গরীব দুঃখী মানুষের সেবায় কিছু কম্বল দান করার জন্য হোসাইন মোবারক আবারও ভেনিস বাঙালি কমিউনিটির সহযোগিতায় ৭২০০০ হাজার টাকা সংগ্রহ করে প্রায় ৩০০ কম্বলের ব্যবস্থা করেন যা বাংলাদেশে হতদরিদ্র মানুষের মাঝে বিলি করা হবে।
এ উপলক্ষে সংগ্রহকৃত ২৯ ডিসেম্বর ২০১৮ টাকা বাংলাদেশে পাঠানো হয়। এ সময় ভেনিসের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত মহতী কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন সর্বজনাব সাবেক সহ -সভাপতি ইতালি আওয়ামীলীগ ও বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, সাবেক সভাপতি বঙ্গবন্ধু পরিষদ ইতালি আঃ মান্নান, সাবেক সহ- সভাপতি ভেনিস আওয়ামীলীগ সিরাজুল হক, সাবেক উপদেষ্টা সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ ইতালি এবং সভাপতি নরসিংদী জেলা সমিতি ভেনিস মনির হোসেন, সাবেক ভেনিস বিএন,পি প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বৃহত্তর ঢাকা এসোসিয়েশান ভেনিস মোস্তাক আহম্মেদ, মিলন মিয়া, শহিদুল হক, শহিদুল ইসলাম, রতন মিয়া, খান মামুন, ফারুক মিয়া, হোসন মিয়া, ভেনিস বাংলা প্রেসক্লাব ইতালি এর আহবায়ক সাংবাদিক মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল প্রমুখ।