প্রবাস মেলা ডেস্ক: আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেনে প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ। ১২ মে রবিবার বিকালে আরমা গ্রুপের বনশ্রী অফিসে তিনি এ সাক্ষাত করেন।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রবাস মেলা পত্রিকার প্রশংসা করে বলেন, প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তাদের সুখ, দুঃখ নিয়ে পত্রিকাটি নানা ফিচার, আর্টিকেল, সাক্ষাতকার এবং কমিউনিটি নিউজ নিয়মিতভাবে তুলে ধরছে, যা অত্যন্ত প্রশংসার দাবিদার। তিনি পত্রিকাটির সাফল্য কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যান সমিতির মহাসচিব রবিউল আলম বাবুলও উপস্থিত ছিলেন।
পরে পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ বিশিষ্ট এই ব্যবসায়ীর হাতে প্রবাস মেলা’র চলতি সংখ্যার সৌজন্য কপি তুলে দেন।