মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আনোয়ার হোসেনের পিতার অকাল মৃত্যুতে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শারজাহ তারেক জামান হোটেল হলরুমে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরিষদের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রউফ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইত আল ফালাহ ট্রাবেলস এর পরিচালক জনাব শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সহ সভাপতি জনাব সিরাজুল ইসলাম নওয়াব, আঞ্জুমানে আছলাহ ইউএই এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাওলানা ক্বারী নেজামুল ইসলাম, দোয়া পরিচালনায় ছিলেন মাওলানা ক্কারী আবু রুকিয়ান।
মিয়া মো: সিজিল, ইছমত আলী, আবু ইউসুফ রানা, ফরিদুর রহমান শাহিন, আরমান চৌ: ইঞ্জিনিয়ার আজিজুর রহমান চৌ:, চুনু মিয়া, শাহাজান সজিব, খায়রুল ইসলাম তারেক, মৌলানা আলী আকবর, রুহুল আলম, সাহাবুদ্দিন শিহাব, আছাদ মিয়া, রিপন মজুমদার, আং নুর, রেহান উদ্দিন, নুরুল ইসলাম, কামরুল ইসলাম ও তেজান মিয়া।
আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আবু সারওয়ার তালুকদার, মসুদ আলী, কদ্দুস মিয়া, জানে আলম সহ প্রমুখ।
দোয়া মাহফিলে আনোয়ার হোসেনের মরহুম পিতার মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।