লুৎফুর রহমান, দুবাই, ইউএই: আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা’র কার্যক্রম শুরু হচ্ছে ০১ আগস্ট। এ সময় সীমা চলবে ৩১ অক্টোবর ২০১৮ পর্যন্ত। তবে পরবর্তীতে এর মেয়াদ বাড়ানো যেতে পারে।
দুবাইয়ের শাসক ও ইউএই এর প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এর পক্ষ হতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। অবৈধ প্রবাসীরা জেল জরিমানা ছাড়াই অন্য কোম্পানীতে নতুন ভাবে ভিসা লাগাতে পারবেন এবং আউটপাসে দেশেও যেতে পারবেন। তবে ভিসা জটিলতার কারণে বাংলাদেশীরা শুধু আরবী ঘর এবং পার্টনার ভিসা লাগাতে পারবেন। কারণ বাংলাদেশীদের শ্রমিক ভিসা বন্ধ আছে।
আউটপাসের মাধ্যমে অবৈধ প্রবাসীরা ইউএই ত্যাগ করে দেশে যেতে চাইলে দূতাবাসের মাধ্যমে যেতে পারবেন। এতে কোন জেল জরিমানা বা ব্যান থাকবে না।
তবে যারা ইউএইতে অবৈধ অনুপ্রবেশ তথা ওমান বা ইরান কিংবা সমুদ্র পথে এসেছিল তাদের ক্ষেত্রে দু’ বছরের নো এন্ট্রি ব্যান পড়বে। দু বছর মেয়াদ শেষ হবার পর তারা চাইলে আবার আিরিাতে আসতে পারবেন। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসও বাংলাদেশী অবৈধ প্রবাসীদের প্রক্রিয়া সহজ করার জন্য নানারকম কার্যক্রম হাতে নিয়েছে বলে জানানো হয়েছে।