মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: অদক্ষ শ্রমিক প্রেরণে সর্তকতা সহ এখন থেকে বিদেশে দক্ষ শ্রমিক রপ্তানির উপর গুরুত্ব দেয়া হবে। এজন্যে উপজেলা ভিত্তিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে। এসব ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিদেশের যোগ্য কর্মী তৈরি করা হচ্ছে।’ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি।
দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনসুলেট আয়োজিত বৈধপথে রেমিটেন্স প্রেরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী কর্মীদের জন্যে সেভ হোম-এর ব্যবস্থা করা হচ্ছে। সৌদি আরবে এর কার্যক্রম শুরু হয়েছে। এরপর সংযুক্ত আরব আমিরাতেও নারী কর্মীদের জন্যে সেভ হোম এর ব্যবস্থা করা হবে। এতে করে নারীকর্মীদের খাওয়া থাকার সুবিধা সহ নিরাপত্তাজনিত দুশ্চিন্তা কেটে যাবে।’ এছাড়াও প্রতিমন্ত্রী প্রবাসীদের মৌলিক সমস্যার সমাধানে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি উপর গুরুত্বারোপ করেন।
কনস্যুলেটের কনফারেন্স রুমে শুক্রবার রাতে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন। সভায় দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ’ সাধারণ প্রবাসীদের কথা চিন্তা করে আগামী বাজেটে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স এর উপর ক্যাশ ইনসেন্টিভ প্রদানের সুপারিশ অথবা রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে খরচ কমানো প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসীরা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যার মধ্যে প্রবাসী শ্রমিকদের লাইফ ইনসুরেন্স, বিমানে লাশ বহন, জনতা ব্যাংকের বুথ স্থাপন ও প্রবাসীদের বন্ড খুলে দেয়ার দাবি গুরুত্বের সঙ্গে উঠে আসে। মতবিনিময় সভায় দুবাই ও উত্তর আমিরাতের কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।