লুৎফুর রহমান, দুবাই, ইউএই: প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি মৌলভীবাজার জেলার আগর আতর শিল্প মধ্যপ্রাচ্যে বাজারজাত হয়ে দেশের সুনাম বয়ে আনছে। এই ধারা অব্যাহত রাখতে মৌলভীবাজার জেলার প্রবাসীদের এক ছায়ার নীচে এসে কাজ করে যেতে হবে। আরব আমিরাতে মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাব, ইউ, এ, ই এর বর্ধিত সভায় বক্তারা এসব বলেছেন।
১ ফেব্রুয়ারি শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে সভাপতিত্ব করেন শাহীন রাজি। কামরুল ইসলাম পাপলুর পরিচালনায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মাহতাব উদ্দিন, ওমর মাহমুদ আনছারি, হুমাযূন রশিদ, সাগর আহমদ, জিয়াউল হক, রাসেল আহমদ, নজরুল ইসলাম, রিপন আহমদ সহ আরো অনেকে।
পরে মৌলভীবাজার প্রবাসী ভি আই পি ক্লাব (গ্লোবাল) এর প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক আব্দুল মুনিম খান শাকুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরব আমিরাতের আহবায়ক কমিটি ঘোষণা করেন।
হুমায়ুন রশিদকে আহবায়ক এবং রাসেল আহমেদকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ন আহবায়ক যথাক্রমে মোঃ জিয়াউল হক, শেখ মোঃ সাগর আহমদ, মোঃ রিপন আহমদ ,মোঃ নজরুল ইসলাম, মোঃ কামরুল হোসেন পাপলু ,সৈয়দ ইকবাল , সঞ্জয় ঘোষ , জাবের আহমদ ,জাকির আহমেদ ,মোঃ জালাল আহমেদ জনি এবং শাহীন রাজি।
আরব আমিরাতে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসীদের ব্যাপক প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন এ অনুষ্ঠানে পবিত্র কোরানে পাক তেলাওয়াত করেন মাওলানা বদরুজ্জামান।