মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুবাই বিএনপির আয়োজনের দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, দেশ ও জাতি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে তাই সকল নেতা কর্মীদের ধৈর্য্য ধরে সুষ্ঠভাবে দলীয় নিয়ম শৃংঙ্খলা মেনে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। কোন গুজবে কান না দিয়ে দলীয় হাইকমান্ডের সাথে যোগাযোগ করতে হবে। সরকারি দলের কোন ফাঁদে পা না দেওয়ার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহামুদ চৌধুরী। ইউএই যুবদলের প্রচার সম্পাদক মো: তারেক তালুকদারের পরিচালনায় আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর সোনাগাজী থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন।
বিশেষ অতিথি ছিলেন দুবাই বিএনপির যুগ্ন সম্পাদক ইমন শরীফ ইমু, ইউএই যুবদলের সাংগঠনিক সম্পাদক শাজাহান সজিব, আনোয়ার হোসাইন বাবু, আল আইন যুবদলের সভাপতি জয়নাল আবেদীন ও আল কুস বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা।
বক্তব্য রাখেন আল কুস বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রকিব, মো: রাশেদুল ইসলাম, মো: হাবিবুর রহমান, হামিদুল হক, রাসেদ আহাম্মেদ, আব্দুল শরীফ মুন্না প্রমুখ।
শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলের জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।